Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বিরোধী দল নির্ধারণ করা আমার দায়িত্ব না: জিএম কাদের

বিরোধী দল নির্ধারণ করা আমার দায়িত্ব না: জিএম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জনগণের পক্ষের রাজনীতিই তারা করেছেন, ভবিষ্যতেও তা-ই করবেন।

বুধবার (১০ জানুয়ারি) শপথগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি সবসময় দেশের জনগণের পক্ষে রাজনীতি করেছে। ভবিষ্যতেও আমরা তা-ই  করব।’কারা বিরোধী দল হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধী দল কে হবে সেটা নির্ধারণ করা আমার দায়িত্ব নয়।’

সঠিক নির্বাচন হয়নি অভিযোগ করে জাপার চেয়ারম্যান বলেন, সরকার যাকে খুশি তাকে বিজয়ী করেছে। নির্বাচন যথাযথভাবে হয়নি।
দলীয় সদস্যদের প্রতি ক্ষোভ ঝেড়ে জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টির অনেকের মধ্যে এমন অদ্ভুত ভাবনা আছে যে, মনোনয়ন আমি দেব, টাকা-পয়সা আমি দেব, পাসও আমি করিয়ে আনব।’

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে জয় পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।


কমেন্ট বক্স