ভিক্টর ওসিমেন
যেকোনো ট্রান্সফার মার্কেট খোলা হলেই ইংলিশ ক্লাব চেলসির নামটা বেশি শোনা যায়। এবারও এর বিকল্প নয়। চলতি মৌসুমে চেলসির স্ট্রাইকারদের গোলখরা বেশ ভোগাচ্ছে তাদের। দলে থাকা আরমান্দো ব্রোজা ও নিকোলাস জ্যাকসন নিয়মিত গোলের দেখা পাচ্ছে না। যার কারণে চেলসির নজরে আবারো পড়েছে নাপোলির স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে। গত কয়েক বছর ধরেই ওসিমেনকে কেনার আগ্রহ দেখাচ্ছে চেলসি। তবে নাপোলি বারবার মানা করে দিচ্ছিল। তবে এবার এই নাইজেরিয়ানকে পেতে উঠেপড়ে লেগেছে পচেত্তিনোর দল। এরই মধ্যে নাপোলির সঙ্গেও কথাবার্তা অনেক এগিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে। আর ওসিমেন-ও এবার চেলসিতে যেতে আগ্রহ দেখিয়েছে।
আলফনসো ডেভিস
এদিকে বায়ার্ন মিউনিখের কানাডিয়ান তারকা আলফনসো ডেভিসকে কেনার আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। যদিও এটা চলতি শীতকালীন দলবদলে না। রিয়াল মাদ্রিদের স্কোয়াড পরিকল্পনাকারী জুনি কালাফাত ডেভিসের এজেন্টকে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি করতে মানা করেছে। কারণে ২০২৫ সালে যখন জার্মান ক্লাবটির সঙ্গে ডেভিসের চুক্তির মেয়াদ শেষ হবে, তখন যেন রিয়াল মাদ্রিদ তাকে ফ্রি এজেন্ট হিসেবে দলে নিতে পারে।
জোশুয়া কিমিচ
এছাড়াও, পিএসজি ও বায়ার্নের মধ্যে বেশকিছু ট্রান্সফার চলতি শীতকালীন দলবদলেই হয়ে যেতে পারে। বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জোশুয়া কিমিচকে দলে ভেড়াতে চাচ্ছে ফরাসি ক্লাবটি। যদিও কিমিচকে দলে নিতে তারা অর্থের পাশাপাশি ডিফেন্ডার নর্দি মুকিয়েলেও চুক্তিতে অন্তর্ভুক্ত করতে আগ্রহ আছে। ২০২৫ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি রয়েছে কিমিচের।
তবে বায়ার্ন নর্দি মুকিয়েলে সরাসরি কিনতে চাচ্ছে। আর কিমিচের ব্যাপারে তারা কোন বিবৃতি এখনো দেয়নি। ২০১৫ সাল থেকে বায়ার্নকে সার্ভিস দিয়ে যাচ্ছেন কিমিচ। এছাড়াও বায়ার্নের রাডারে রয়েছে ফরাসি ক্লাব লেন্সের ডিফেন্ডার কেভিন ড্যান্সোর দিকে।
লিওনার্দো বোনুচি
চলতি মৌসুম শুরুতে য়্যুভেন্তাস ছেড়ে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনে যোগ দিয়েছিলেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচি। যদিও ছয় মাস পরই ক্লাব পরিবর্তন করতে চাচ্ছেন এই ইতালিয়ান ডিফেন্ডার। এরই মধ্যে গুঞ্জন শোনা গেছে, তুর্কি ক্লাব ফেনারবাচে তাকে চুক্তি করিয়ে ফেলেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তারা জানায়নি।
রাদু ড্রাগুসি
ইতালিয়ান ক্লাব জেনোয়ার ডিফেন্ডার রাদু ড্রাগুসিকে কিনতে উঠেপড়ে লেগেছে বায়ার্ন মিউনিখ। এরই মধ্যে জানুয়ারিতে তাকে দলে নিতে ২৬.৭ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছে তারা। ইংলিশ ক্লাব টটেনহ্যামও ড্রাগুসিকে কিনতে আগ্রহ দেখিয়েছে। তবে এদিকে এগিয়ে আছে বায়ার্ন।
ঠিকানা/এসআর


ঠিকানা অনলাইন


