Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম বহনকারী বাসে আগুন

চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম বহনকারী বাসে আগুন ছবি সংগৃহীত
চট্টগ্রাম নগরের একটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে সড়কে দাঁড়ানো অবস্থায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার পর বাসচালক দ্রুত নেমে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি ওই এলাকার একটি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। তবে যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।

এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে  ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাসে শুধু চালক ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স