Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন ছবি সংগৃহীত



 
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়িটির নম্বর চট্ট মেট্রো জ ১১-১১০৯।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ড্রাইভার ও হেলপারকে আমরা হেফাজতে নিয়েছি। তাদের বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে। যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।’

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। তবে কেউ হতাহত হয়নি।

পাশের মার্কেট রেয়াজুদ্দিন বাজারের খাবারের দোকানের মালিক মানিক বলেন, ‘নিউমার্কেট মোড়ে বাসে আগুন লাগলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা এদিক-ওদিক ছুটতে থাকেন। ঘটনার কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে দেখি।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স