বরগুনার আমতলীর পাঁচটি নির্বাচনী কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এসব কেন্দ্রে আগুন দেওয়া হয়। টের পেয়ে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কেন্দ্রগুলো হলো আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী দাখিল মাদ্রাসা কেন্দ্র, মধ্য আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পৌরসভার ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ইমাম হোসাইন বলেন, দুর্বৃত্তরা বিদ্যালয় ও লাইব্রেরির সামনে আগুন দেয়। স্থানীয়রা দেখে আগুন নিয়ন্ত্রণে আনে। তাতে কোনো ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী ডালাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন রিফাত ও কুলসুম বলেন, আগুন দেওয়ার খবর পেয়ে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বিদ্যালয় ভবনের টিনের বেড়া সামান্য পুড়ে গেছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
ঠিকানা/এনআই