Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

সিলেটে চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ, দগ্ধ ২

সিলেটে চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ, দগ্ধ ২ ছবি সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমায় একটি চলন্ত ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ট্রাকটির চালক ও চালকের সহকারী (হেলপার) দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া দুইটার দিকে দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের পাশে পৌঁছামাত্র আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। আগুনে ট্রাকটির চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘দুর্বৃত্তরা লালাবাজারে একটি চলন্ত ট্রাকে আগুন দেয়। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারের হাতের কিছু অংশ পুড়ে গেছে। তারা মেডিকেলে আছেন। যারা আগুন লাগিয়েছে, তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স