এবার পুলিশের হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন চট্টগ্রাম-১৬ আসনের (বাঁশখালী) নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। তার এলাকায় নিয়মিত ডিউটির অংশ হিসেবে পাঠানো পুলিশকে হাত কেটে নেওয়ার হুমকি দেন তিনি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে মোবাইলে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদের সঙ্গে কথোপকথনের সময় এই হুমকি দেন মোস্তাফিজুর। কথোপকথনের ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
যেভাবে কথোপকথন হয়
মোস্তাফিজ : ছনুয়ায় আমার লোক ধরার জন্য কেন পুলিশ পাঠাইছেন?
ওসি তোফায়েল : স্যার... কোথায় স্যার?
মোস্তাফিজ : ছনুয়া, ছনুয়া। এসআই হাফিজ।
ওসি তোফায়েল : ও তো এখন নেই স্যার। ওরা দুটা থেকে রাত ৯টা পর্যন্ত ওখানে নিয়মিত ডিউটিতে থাকে স্যার। চলে আসতেছে স্যার। নিয়মিত ডিউটির অংশ হিসেবে পুলিশ পাঠানো হয়েছে।
মোস্তাফিজ : কী জন্য গেছে ওখানে? আমার কোনো লোকজনের গায়ে যদি হাত দেয়, তাহলে হাত কেটে ফেলব।
ওসি তোফায়েল : দেবে না স্যার। হাত দেবে না। আমি বলে দিচ্ছি।
মোস্তাফিজ : আমি হাত কেটে ফেলব কিন্তু। এটা বলে দিলাম।
ওসি তোফায়েল : ওরা এখনো আছে নাকি স্যার?
মোস্তাফিজ : ওখানে নাকি আমাদের লোকজন ধরার জন্য এসআই হাফিজুর রহমান গেছে। ওখানে গিয়ে আমাদের লোক আলমগীরকে খুঁজতেছে।
ওসি তোফায়েল : না না স্যার। প্রশ্নই আসে না। ও তো চলে আসছে।
মোস্তাফিজ : এমনি ঘোরাফেরা করলে সমস্যা নেই। কিন্তু আমার কোনো লোকের ওপর হাত দিলে বহুত অসুবিধা হবে।
ওসি তোফায়েল : অবশ্যই স্যার। কখনোই হাত দেবে না স্যার। আপনি যেভাবেই বলবেন, সেভাবেই হবে।
মোস্তাফিজ : আপনি তো আমার ঘরেও পুলিশ পাঠাইছেন।
ওসি তোফায়েল : স্যার ওইদিন তো আপনার সাথে কথা বললাম। পুলিশ পাঠাইনি স্যার। আপনার বাড়িতে তো এমনি নিয়মিত পুলিশ যায়। আপনার নিরাপত্তার জন্য পাঠানো হয়েছে। ওইদিন আমি আপনার সম্মান বাঁচানোর জন্য চেষ্টা করছি যে। বলে দিয়েছি, এমপি স্যারের বাড়িতে গেলে সাদা পোশাকে যাবে।
মোস্তাফিজ : কী জন্য আসছিল?
ওসি তোফায়েল : স্যার এমনিতে গেছে। কোনো কারণে না। কাউকে ধরার জন্য না, কিচ্ছুই না।
মোস্তাফিজ : আচ্ছা...। চাম্বলের মুজিবের ওপরও যাতে কোনো রকমের ইয়ে না হয়।
ওসি তোফায়েল : হবে না স্যার ইনশা আল্লাহ।
মোস্তাফিজ : ও ওপেন যেন কাজ করতে পারে। খেয়াল রাখিও।
ওসি তোফায়েল : অবশ্যই স্যার। জি স্যার, জি স্যার। ওকে স্যার।
মোস্তাফিজ : ঠিক আছে।
এর আগেও বাঁশখালী থানার ওসিকে নৌকার প্রার্থী মোস্তাফিজুর ‘দেখে নেওয়ার হুমকি’ দেন। গত ১৯ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্বতন্ত্র প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমানের সমর্থকরা। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি মামলা করে দুই পক্ষ।
গত ২২ ডিসেম্বর থানায় স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীদের মামলা নেওয়ায় বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদকে মোবাইলে হুমকি দেন নৌকার প্রার্থী মোস্তাফিজুর। ওসিকে ‘হুমকির’ ঘটনায় বাঁশখালী থানায় পুলিশের তরফে সাধারণ ডায়েরিও করা হয়েছে। মোস্তাফিজুরের এমন আচরণ সুষ্ঠু ও অবাধ ভোটের জন্য ‘হুমকিস্বরূপ’ বলে প্রতিবেদন দিয়েছিল চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখা।
কথোপকথনের বিষয়ে বাশঁখালী থানার ওসি তোফায়েল আহমেদের কাছে জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার অনুরোধ করেন।
ঠিকানা/এনআই