মনজুর কাদের
দূর আকাশের কোন তারকার
কোন সে আলোক দেখে
পালিয়ে গেলে তোমার দেহের
অংশটুকুন রেখে
হাতছানিতে কে ডেকেছে
কেমন অলোকপাড়ায়
কোন কুহকে মিলিয়ে গেলে
কোন করুণাধারায়
সব যতনের সকল মায়ার
সকল বাঁধন ছিঁড়ে
ভাসিয়ে তরী রওনা দিলে
কোন ভরসার ভিড়ে
যতই জোগাই অর্থকড়ি
যতই করি বিমা
আমার যে মা অল্প আছে
যত্ন করার সীমা
তাঁর সমীপে দিলাম সঁপে
যেজন পরম খালিক
যত্নে থাকুন তাঁর কাছে যে
সব যতনের মালিক