Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

অতিরিক্ত রিটার্নিং ওয়ার্কার এইচ-২ই ভিসার ক্যাপ পূরণ

অতিরিক্ত রিটার্নিং ওয়ার্কার এইচ-২ই ভিসার ক্যাপ পূরণ
ঠিকানা রিপোর্ট : নির্ধারিত সময়ের আগেই এইচ-২ই ভিসার আবেদন রিটার্নিং ওয়ার্কারের ক্যাপ পূরণ হয়ে গেল। সম্প্রতি এই আবেদন আহ্বান করা হয়। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ২০২৩ অর্থবছরের প্রথমার্ধে ফেরত আসা কর্মীদের জন্য অতিরিক্ত ১৮ হাজার ২১৬ এইচ-২ই ভিসার ক্যাপ পৌঁছানোর জন্য আবেদন আহ্বান করে। ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত এটি গ্রহণ করার পরিকল্পনা ছিল। কিন্তু এর আগেই প্রয়োজনীয় পিটিশন পেয়েছে। সম্প্রতি এইচ-২ই সম্পূরক ক্যাপ অস্থায়ী চূড়ান্ত নিয়ম ঘোষণা করে। তবে এখন পর্যন্ত হাইতি, এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাসের নাগরিকদের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত ২০ হাজার ভিসার জন্য এইচ-২ই অ-অভিবাসী কর্মীদের আবেদন গ্রহণ করছে।
ইউএসসিএসআই কর্তৃপক্ষ বলছে, গত ১৫ ডিসেম্বরের অস্থায়ী চূড়ান্ত নিয়মের অধীনে এইচ-২ই পিটিশন গ্রহণ করা শুরু করে ইউএসসিআইএস। ২০২৩ অর্থবছরের জন্য ৬৪ হাজার ৭১৬ অতিরিক্ত এইচ-২ই অ-অভিবাসী ভিসার ক্যাপ বাড়ায়। ৬৪ হাজার ৭১৬ অতিরিক্ত ভিসার মধ্যে ৪৪ হাজার ৭১৬টি শুধু ফিরে আসা কর্মীদের জন্য দেওয়া হবে। বাকি ২০ হাজার ভিসা হাইতি, এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাসের নাগরিকদের জন্য আলাদা করা হয়। ১৮ হাজার ২১৬ রিটার্নিং ওয়ার্কার বরাদ্দের জন্য যাদের কর্মী গ্রহণ করা হয়নি, ওই আবেদনকারীদের হাইতি, এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাস বরাদ্দের অধীনে ফাইল করার জন্য উৎসাহিত করা হয়। ২৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ইউএসসিআইএস হাইতি, এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাসের নাগরিকদের জন্য নির্ধারিত ২০ হাজার ভিসার অধীনে ৪ হাজার ২৬০টি আবেদন পেয়েছে। তারা বলছে, হাইতি, এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাস বরাদ্দের অধীনে ফাইল করা কর্মীদের জন্য এইচ-২ই পিটিশন গ্রহণ করবে, যারা কংগ্রেসের বাধ্যতামূলক ক্যাপ থেকে অব্যাহতিপ্রাপ্ত।

কমেন্ট বক্স