ঠিকানা রিপোর্ট : অ্যাসাইলি ও শরণার্থীরা যুক্তরাষ্ট্রে স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে চাইলে এখানে তাদের এক বছর থাকতে হবে। এক বছর থাকার প্রমাণও তাকে দিতে হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের নথিপত্র খতিয়ে দেখবে। যদি দেখা যায়, এক বছর মেয়াদ পূর্তি হয়েছে, সে ক্ষেত্রে তারা সেটি বিবেচনা করবে। কিন্তু কারো এক বছর হয়নি, এমন ক্ষেত্রে তাদের কাছে অতিরিক্ত নথিপত্র চাওয়া হবে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ২ ফেব্রুয়ারি পলিসি ম্যানুয়ালে নির্দেশিকা আপডেট করেছে। সেখানে বলা হয়েছে, কোনো অ্যাসাইলি ও শরণার্থী যদি এখান থেকে স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে চান, তাহলে তাকে অ্যাডজাস্টমেন্টের ফর্ম আই-৪৮৫ পূরণ করতে হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ অ্যাসাইলি ও শরণার্থীর অবস্থান অ্যাডজাস্টমেন্টের ফর্ম আই-৪৮৫ নিবন্ধনের আবেদনের বিচার ও পর্যালোচনা করার সময় অ্যাসাইলি ও শরণার্থী উভয়কে অবশ্যই এক বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। এই নিয়ম সব ফর্ম আই-৪৮৫ এবং ফর্ম এন-৪০০, ন্যাচারালাইজেশনের জন্য আবেদন ২ ফেব্রুয়ারি মুলতবি থাকা আবেদন এবং সেই তারিখে বা তার পরে ফাইল করা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ব্যাপারে আবেদনকারীরা তাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।