Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে প্রাণ হারালেন ৬ ভারতীয়

যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে প্রাণ হারালেন ৬ ভারতীয় ছবি সংগৃহীত



 
যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয় ভারতীয় নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এই হতাহতের ঘটনা ঘটে।

বুধবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতরা অন্ধ্রপ্রদেশের আমলাপুরমের বাসিন্দা। তারা বড়দিন উপলক্ষে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গিয়েছিলেন।

প্রতিবেদন মতে, নিহতরা রাজ্যের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস পার্টির বিধায়ক মুম্মিডিভারম পি ভেঙ্কাটা সতীশ কুমারের আত্মীয়। মঙ্গলবার স্থানীয় একটি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে ভারতীয়দের বহনকারী একটি গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছয় ভারতীয় ঘটনাস্থলে প্রাণ হারান। এ ছাড়া গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় লরির চালক ও তার সহকারীও আহত হয়েছেন।

নিহতরা হলেন বিধায়ক সতীশ কুমারের চাচা পি নাগেশ্বর রাও, তার স্ত্রী সীতা মহালক্ষ্মী, মেয়ে নভীনা, নাতি করুথিক, নাতনি নিশীথা এবং আরও এক ব্যক্তি।

বিধায়ক ভেঙ্কাটা সতীশ কুমার বলেন, আমার চাচাসহ কয়েকজন বড়দিনে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে একটি গাড়িতে করে কয়েকজন মিলে চিড়িয়াখানায় ঘুরতে যান। পরে  বিকেল চারটায় (স্থানীয় সময়) সেখান থেকে বাসায় রওনা করেন তারা। কিন্তু ফেরার পথে একটি লরি তাদের গাড়িটিকে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স