Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


বড়দিনের ডিনার করে ৭০০ বিমানকর্মী অসুস্থ

বড়দিনের ডিনার করে ৭০০ বিমানকর্মী অসুস্থ ছবি সংগৃহীত



 
বড়দিন উপলক্ষে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিল ফ্রান্সের বিমান নির্মাতা এয়ারবাস আটলান্টিক। পশ্চিম ফ্রান্সের লোয়ির-আটলান্টিক অঞ্চলের মন্টোইর-ডি-ব্রেটাগনেতে সংস্থার রেস্টুরেন্টেই নৈশভোজের আয়োজন করা হয়। সেই নৈশভোজে অংশ নেন প্রায় ২ হাজার ৬০০ কর্মী। কিন্তু নৈশভোজের পর অসুস্থ হয়ে পড়েন ৭০০ কর্মী। সবার একই উপসর্গ, বমি ও ডায়রিয়া।

ঘটনাটি গত ১৪ ডিসেম্বর ঘটলেও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১৪ ডিসেম্বর এয়ারবাস আটলান্টিকের নৈশভোজে এলাহি খাবারের আয়োজন করা হয়। যার মধ্যে চিংড়ি, গরুর মাংস থেকে আইসক্রিম, হ্যাজেলনাট-চকলেট মাউসের মতো মিষ্টিও ছিল।

এই খাবার খাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই শত শত কর্মী বমি করতে শুরু করেন এবং ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়।

বড়দিনের নৈশভোজে অংশ নেওয়ার পরই এয়ারবাস আটলান্টিকের বহু কর্মী অসুস্থ হয়ে পড়ে বলে স্বীকার করেছেন সংস্থার মুখপাত্র। তবে ‘কেউ গুরুতর অসুস্থ হয়নি’ উল্লেখ করে তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কর্মীরা সুস্থ হয়ে উঠছেন। ভবিষ্যতে যেন আর এমন না ঘটে, তা নিশ্চিত করতে আমরা তদন্তে সহযোগিতা করছি।

এয়ারবাস আটলান্টিকের এত কর্মী একসঙ্গে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় নড়েচড়ে বসেছে ফ্রান্সের স্বাস্থ্য সংস্থা। খাবারে বিষক্রিয়া নাকি গ্যাস্ট্রোএন্টেরাইটিস ভাইরাসের জেরে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স