Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


অবশেষে খোঁজ মিলল পুতিনের কট্টর সমালোচক নাভালনির

অবশেষে খোঁজ মিলল পুতিনের কট্টর সমালোচক নাভালনির



 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ‍ও বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির খোঁজ মিলেছে। দুই সপ্তাহের বেশি সময় পর তার সঙ্গে দেখা করতে পেরেছেন আইনজীবীরা। সোমবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেছেন, নাভালনিকে উত্তর রাশিয়ার আর্কটিক অঞ্চলের আইকে-৩ কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। কারাগারটি রাজধানী মস্কো থেকে প্রায় এক হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে ইয়ামাল-নেনেট অঞ্চলের খার্প এলাকায় অবস্থিত। এতদিন নাভালনি মস্কো থেকে ২৩৫ কিলোমিটার পূর্বে ভ্লাদিমির অঞ্চলের আইকে-৬ কারাগারে সাজা খাটছিলেন।

নাভালনির সহযোগীরা জানিয়েছিলেন, গত ৬ ডিসেম্বর কারাগার থেকে উধাও হয়ে যান নাভালনি। এরপর থেকে তার সঙ্গে আইনজীবীরা দেখা করতে পারছিলেন না। এ কারণে তার অবস্থান নিয়ে তাদের মাঝে শঙ্কা দেখা দেয়। তবে নাভালনির আইনজীবী সোমবার তার দেখা পেয়েছেন বলে জানিয়েছেন ইয়ারমিশ।

পুতিন ও রুশ সামরিক অভিজাত নেতাদের বিরুদ্ধে বেশ সরব ৪৭ বছর বয়সী নাভালনি। ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে প্রথমে সাইবেরিয়ার একটি হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। জার্মানির চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন তিনি।

একই বছরের সেপ্টেম্বরে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, নাভালনিকে রুশ নার্ভ এজেন্ট ‘নোভিচক’ বিষ প্রয়োগ করেছে। এ জন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছেন নাভালনি। যদিও পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন। এমন পরিস্থিতিতে ক্রেমলিনের হুমকি উপেক্ষা করে ২০২১ সালের ১৭ জানুয়ারি দেশে ফিরলে মস্কো বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স