লোহিত সাগরে ভারত অভিমুখী তেলবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। তবে হুথিদের পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৩০ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক। এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরাও। লোহিত সাগরে একাধিক জাহাজ তাদের হামলারও শিকার হয়েছে।
সর্বশেষ গত ২৩ ডিসেম্বর হামলার শিকার জাহাজে ভারতীয়রা অবস্থান করছি। তবে কোনো হতাহতের খবর মেলেনি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, শনিবার ‘ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দক্ষিণ লোহিত সাগরের আন্তর্জাতিক জাহাজ চলাচলের এলাকায় দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কোন জাহাজ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এখনো তা জানা যায়নি।’
ঠিকানা/এম


ঠিকানা অনলাইন


