Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ভারতের প্রজাতন্ত্র দিবসে যেতে রাজি হননি বাইডেন

ভারতের প্রজাতন্ত্র দিবসে যেতে রাজি হননি বাইডেন ছবি সংগৃহীত



 
ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বাইডেন রাজি হননি। বাইডেনের পরিবর্তে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো।

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছরের মতো দিল্লিতে এবারও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে। দেশজুড়ে পালিত হবে ৭৩তম প্রজাতন্ত্র দিবস।

গত জুলাইয়ে ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের জাতীয় দিবস অর্থাৎ বাস্তিল দিবস উদ্‌যাপনে অতিথি হয়েছিলেন তিনি।

সেপ্টেম্বরে দিল্লি থেকে ঘুরে গিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট মাঁখো। জি-২০ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তিনি। সে সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকও হয়েছিল।

পরে মোদি জানান, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজনের সময় গুরুত্বপূর্ণ এবং কার্যকর আলোচনা হয়েছে তার। ফ্রান্স ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে সে বৈঠকে কথা হয় দুই রাষ্ট্র ও সরকারপ্রধানের।

প্রতিবছর প্রজাতন্ত্র দিবসে বিদেশি কোনো না কোনো রাষ্ট্রপ্রধানকে দিল্লিতে আমন্ত্রণ জানায় ভারত সরকার। ব্যতিক্রম হয়েছিল কেবল দুই বছর। ২০২১ ও ২০২২ সালে বিশ্বজুড়ে করোনা মহামারির প্রভাবে অচলাবস্থা তৈরি হয়েছিল। ওই দুই বছর ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কোনো রাষ্ট্রপ্রধানকে ডাকা হয়নি। চলতি বছরের শুরুতে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে দিল্লিতে এসেছিলেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি। সূত্র : পিটিআই

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স