Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


কাশ্মীরে হামলায় ৩ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে হামলায় ৩ ভারতীয় সেনা নিহত ছবি সংগৃহীত



 
ভারতের জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন সেনা। ভারতীয় সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদী ও সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সেনা হতাহতের ঘটনা ঘটে।

আরও বলা হয়, বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজৌরি অঞ্চলের পুঞ্চ জেলার দেরা কি গালির মধ্য দিয়ে যাওয়ার সময় দুটি সামরিক যানে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এর পরই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) রাত থেকে দেরা কি গালি এলাকায় অভিযান শুরু করে সেনারা। এই অভিযান এখনো চলমান।

প্রসঙ্গত, পুঞ্চ জেলায় গত এক মাসেরও কম সময়ের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদীদের দ্বিতীয় হামলা এটা। গত মাসে রাজৌরি কালাকোট এলাকায় সেনাবাহিনী ও এর বিশেষ বাহিনী ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু করার পর দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সেনা নিহত হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স