পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। দেশটির সেনাপ্রধান জেনারেল অসিম মুনির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাকিস্তানি-আমেরিকান ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে কথা বলছিলেন পাকিস্তান সেনাপ্রধান। অনুষ্ঠানে এক ব্যবসায়ীর প্রশ্নের জবাবে অসিম মুনির বলেন, ‘আমি যতটা জানি ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি পেছায়, তা কিন্তু কখনো সিনেট নির্বাচনের পরে যাবে না।’
পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের পরবর্তী নির্বাচন ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওয়াশিংটনের বৈঠকে উপস্থিত ছিলেন তানভির আহমেদ নামের এক ব্যবসায়ী। জিওনিউজের সঙ্গে আলোচনাকালে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তিনি এসব তথ্য জানিয়েছেন।
পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) বিরুদ্ধে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একটি মামলা করেছে। পিটিআইয়ের শঙ্কা, বর্তমান ইসিপি যথাসময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না। তাই নতুন ইসিপি দরকার।
পিটিআইয়ের মামলার ভিত্তিতে ১৩ ডিসেম্বর বর্তমান ইসিপি স্থগিত করেন লাহোর হাইকোর্ট। পরে পাকিস্তান সুপ্রিম কোর্ট লাহোর হাইকোর্টের আদেশ বাতিল করেন।
নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের রায় দেওয়ার কথা রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগেই দেশটির সেনাপ্রধান তা প্রকাশ করলেন। সূত্র : জিওনিউজ
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


