মাদারীপুরের কালকিনীতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পাঁচটার দিকে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে তোফাজ্জেল হোসেন ওরফে গেন্দু কাজীর নেতৃত্বে লক্ষ্মীপুরে ঈগল মার্কার মিছিল বের করেন তার কর্মী-সমর্থকেরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন মিছিলে বাধা দেন। পরে মিছিলে অতর্কিতভাবে অর্ধশত ককটেল নিক্ষেপ করা হয় বলে দাবি করা হয়। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
গেন্দু কাজীর ছেলে মুরাদ কাজী বলেন, ‘আমাদের মিছিলে চার-পাঁচশ লোক ছিল। হঠাৎ লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর লোকজন মিছিলে হামলা চালিয়ে ককটেল নিক্ষেপ করে। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে ফজলুল হক বেপারী বলেন, ‘আমি এলাকায় ছিলাম না। প্রথমে তারা আমার কয়েকজন কর্মীকে মারধর করে। পরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আমার ৩ থেকে ৪ জন লোক আহত হয়েছে।’
কালকিনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের আহতদের মাদারীপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এখনো কেউ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ফের যেন কোনো ঘটনা না ঘটে, সে জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম মাদারীপুরের কালকিনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
ঠিকানা/এনআই