কুমিল্লার তিতাসে মোস্তফা কামাল নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পাশের নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
মোস্তফা কামাল ভিটিকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহম্মেদ বলেন, মোস্তফা কামাল রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ঠিকানা/এনআই