Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন পুতিন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন পুতিন ছবি সংগৃহীত



 
দলীয় টিকিটে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে লড়বেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সমর্থকদের বরাত দিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। দলের বাইরেও জনসাধারণের সমর্থন পেতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ভ্লাদিমির পুতিন। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে আরও ছয় বছরের মেয়াদের জন্য তিনি জয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন সামনে রেখে শনিবার মস্কোতে পুতিনের সঙ্গে এক বৈঠক করেন রাশিয়ার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের ৭০০ ব্যক্তি। তাদের বেশির ভাগই রাজনীতিবিদ। এর পরই তারা জানান, আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন পুতিন।

৭১ বছর বয়সী পুতিনের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া (ইউআর)। এই দলের পূর্ণ সমর্থন রয়েছে তার। এর পরও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

রাশিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার (ইউআর) জ্যেষ্ঠ কর্মকর্তা আন্দ্রেই তুরচাক সংবাদমাধ্যমকে বলেছেন, পূর্ণাঙ্গ সমর্থন থাকা সত্ত্বেও তিনি (পুতিন) ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া (ইউআর) পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে প্রচারে থাকবেন ৩৫ লাখ নেতাকর্মী।

দেশটির আরেক রাজনৈতিক দল জাস্ট রাশিয়া পার্টির জ্যেষ্ঠ রাজনীতিক সের্গেই মিরোনোভও পুতিনকে সমর্থন করেন। তিনি আরআইএকে বলেন, পুতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করা হবে।

পুতিনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র। রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের নিরঙ্কুশ সমর্থন এবং প্রায় প্রধান কোনো বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষবিহীন নির্বাচনে তার জয়ী হওয়াটা একরকম নিশ্চিতই।

পুতিনের সমর্থকেরা বলছেন, তিনি শৃঙ্খলা, জাতীয় গর্ব এবং সোভিয়েত আমলের পতনের সময়কার রাশিয়ার কিছু প্রভাব পুনরুদ্ধার করেছেন। ইউক্রেনে তার যুদ্ধ—পুতিনের ভাষায় যা বিশেষ সামরিক অভিযান—তা ন্যায়সংগত।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স