গরমে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে দাবানলের সৃষ্টি হয়েছে। দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালের টানা তাপপ্রবাহে গরমে হাঁসফাঁস করছে অস্ট্রেলিয়া। তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে ইতিমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানল সৃষ্টি হয়েছে।
সম্প্রতি দাবানলে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ নিউ সাউথ ওয়েলস বেশি আক্রান্ত হয়েছে। জনবহুল এ প্রদেশটির ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, শনিবার প্রদেশটির বিভিন্ন এলাকায় অন্তত ৫০টি দাবানলের ঘটনা ঘটেছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম ও উত্তর অস্ট্রেলিয়াতে টানা তাপপ্রবাহের জেরে দাবানলের আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার ফিটজরয় শহরে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে অস্ট্রেলিয়ায় যে গড় তাপমাত্রা থাকে, তার চেয়ে এটি ৬ ডিগ্রি বেশি।
উল্লেখ্য, উত্তর গোলার্ধের দেশগুলোতে যে সময় শীতকাল শুরু হয়, দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সে সময় গ্রীষ্মকালে প্রবেশ করে। গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় দাবানল প্রায় নিয়মিত দুর্যোগের একটি। ২০১৯-২০ সালে দাবানলে অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৮৩ হাজার ৫৬০ বর্গকিলোমিটার এলাকা আগুনে ভস্মিভূত হয়, এ ঘটনায় নিহত হয় অন্তত ৩৩ জন।
ঠিকানা/এম