Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


একজনের পরাজয় মানে সবার ব্যর্থতা, যা ৮০০ কোটি মানুষকে বিপর্যয়ে ফেলবে : সাইমন স্টিয়েল

একজনের পরাজয় মানে সবার ব্যর্থতা, যা ৮০০ কোটি মানুষকে বিপর্যয়ে ফেলবে : সাইমন স্টিয়েল জাতিসংঘ জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টিয়েল। ছবি : ইউএনএফসিসিসি



 
জাতিসংঘ জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টিয়েল বলেছেন, একজনের পরাজয় মানে সবার ব্যর্থতা, যা বিশ্বের ৮০০ কোটি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। দুবাইয়ে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৮) গ্লোবাল স্টকটেক অনুমোদন প্রসঙ্গে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

গত ৩০ নভেম্বর থেকে দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৮) শুরু হয়েছে। এটি আজ ১২ ডিসেম্বর (মঙ্গলবার) শেষ হবে। এতে ১৩ দিনব্যাপী এই সম্মেলনে ১৯৮টি দেশের সরকার প্রধানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

উদ্বোধনের দিনেই ক্ষয়ক্ষতি তহবিলকে কার্যকর করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের মধ্যদিয়ে ইতিহাস সৃষ্টি করা দুবাই জলবায়ু সম্মেলন শেষ দিনে চূড়ান্ত চুক্তিতে বিশ্ববাসীকে কী উপহার দেবে, সেটা দেখার অপেক্ষায় অধীর বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো।

সম্মেলনে জলবায়ুবিষয়ক আলোচনা সোমবার চূড়ান্ত পর্যায়ে। সেই সঙ্গে আলোচনার ক্ষেত্রও ছোট হয়ে এসেছে। এখন কেবলমাত্র দুটি ইস্যু সামনে আছে। একটি হচ্ছে, জলবায়ু প্রশমনে বৈশ্বিক কার্বন নির্গমন কমানোর উচ্চাভিলাসী লক্ষ্যমাত্রা গ্রহণ এবং দ্বিতীয়টি হচ্ছে–জলবায়ু সংকট উত্তরণে দেশগুলোর সদিচ্ছা প্রকাশ।

এ প্রসঙ্গে জাতিসংঘ জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টিয়েল সোমবার সকালে সাংবাদিকদের বলেন, ‘দুবাইয়ে একটি অর্থবহ চুক্তিতে উপনীত হতে হলে আমাদের বাধা সৃষ্টির মানসিকতা ত্যাগ করতে হবে। বৈশ্বিক মূল্যায়ন (গ্লোবাল স্টকটেক) অনুমোদনে সব দেশের সহযোগিতা প্রয়োজন। এখানে হার-জিতের কিছু নেই। আমি জিতব, আপনি হারবেন- এই মানসিকতা পরিত্যাগ করতে হবে। এখানে একজনের পরাজয় মানে সবার ব্যর্থতা, যা বিশ্বের ৮০০ কোটি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। তাই আলোচনার টেবিলে প্রত্যেককে মঙ্গলের দিকে দৃষ্টি দিতে হবে। সব দেশের লক্ষ্য হতে হবে বিশ্বের সব মানুষের মঙ্গলের জন্য চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়া।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স