Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর ছবি সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হাতিয়া চৌরাস্তা থেকে মজুমদার সড়কের রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজিদ মিয়া (১৮) ও জুয়েল রানা (১৯ )। তারা পার্শ্ববর্তী রংপুর জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে দুই বন্ধু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কাশদহ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি  গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মামুন হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।  তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে। মূলত তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স