নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় একসঙ্গে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পাটোয়ারী ফিলিং স্টেশনে পার্কিং করা অবস্থায় জি. এম ট্রাভেলসের বাসগুলোতে আগুন দেয়া হয়। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে আগুন নেভায়।
ফিলিং স্টেশনের সেলসম্যান নাজমুল হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি বাসে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে গিয়ে আগুন দেখতে পান। এসময় ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা ফায়ার স্টেশনকে খবর দেয়। দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের পিছনের কলার বাগান দিয়ে এসে বাসে আগুন দিয়ে যায়। পিছন দিয়ে আসার কারণে সিসিটিভি ফুটেজে কোনো ছবি ধারণ হয়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আযম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুবৃর্ত্তরা দাঁড়ানো এসব বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।
ঠিকানা/এসআর