Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ডাকার আওতায় ড্রিমারদের আয় দ্বিগুণের বেশি

ডাকার আওতায় ড্রিমারদের আয় দ্বিগুণের বেশি
ঠিকানা রিপোর্ট : ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভলস (ডাকা) কর্মসূচির আওতায় ড্রিমারদের আয় দ্বিগুনের বেশি বলে নতুন এক সমীক্ষায় জানা গেছে। ডাকা সুবিধাভোগীরা ডাকা স্ট্যাটাস পাওয়ার আগে গড়ে প্রতি ঘণ্টায় ১১.২২ ডলার এবং বার্ষিক ২৪,১৩১ ডলার  উপার্জন করতেন। আর ডাকা স্ট্যাটাস পাওয়ার পর গড়ে প্রতি ঘণ্টায় ২৮.২৭ ডলার এবং বার্ষিক ৬৮ হাজার ডলার উপার্জন করছেন। 
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগো, ইউনাইটেড উই ড্রিম, জাতীয় অভিবাসন আইন কেন্দ্র এবং সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস (সিএপি)-এ ইউএস ইমিগ্রেশন পলিসি সেন্টার এই সমীক্ষাটি প্রকাশ করেছে। সমীক্ষায় দেখা গেছে, ডাকা স্ট্যাটাস সুবিধাভোগীদের উল্লেখযোগ্যভাবে উচ্চতর অথর্নীতিতে অংশগ্রহণ এবং উপার্জন বৃদ্ধি করেছে।
গত বছর পরিচালিত জরিপ অনুসারে, উত্তরদাতাদের ৮৯.৫ শতাংশ কোনো না কোনো কাজে কর্মরত বা স্কুলে অধ্যয়নরত থাকার কথা জানিয়েছেন।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক এবং ইউএস ইমিগ্রেশন পলিসি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও সিএপির সিনিয়র ফেলো টম কে. ওং বলেন ‘এ বছর সমীক্ষার নতুন তথ্য থেকে দেখা যায় যে ডাকা প্রাপকরা আমেরিকান হিসেবে তাদের স্ট্যাটাসের বিরুদ্ধে নিরলস আক্রমণের মুখে তাদের জীবিকা এবং স্থিতিশীলতার ভয় থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ণ জীবন গড়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।’
৪০ শতাংশেরও বেশি উত্তরদাতা বলেছেন, তাদের প্রথম চাকরি পেতে, তাদের উপযুক্ত চাকরি বেছে নিতে, তাদের কাজের আয় বাড়াতে বা কর্মক্ষেত্রে আরও ভালো সুবিধা পেতে সহায়তা করেছে ডাকা। এবং ৬৫ শতাংশের বেশি উত্তরদাতা বলেছেন, ডাকা স্ট্যাটাস তাদের আর্থিক স্বাধীনতার অনুমতি দিয়ে আরও বেশি অর্থ উপার্জন করতে সহায়তা করেছে।
উত্তরদাতাদের বেশির ভাগ বলেছেন, ডাকা স্ট্যাটাস তাদের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবহারে ভূমিকা পালন করেছে। ডাকার ফলে ৫৮.৯ শতাংশ তাদের প্রথম ক্রেডিট কার্ড পেয়েছেন। ৪৭.২ শতাংশ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন এবং ৩৪.৩ শতাংশ অবসর অ্যাকাউন্ট শুরু করেছেন।
উত্তরদাতাদের অর্ধেকেরও বেশি বলেছেন, তাদের স্ট্যাটাস তাদের প্রথম গাড়ি কিনতে সাহায্য করেছে। যদিও মাত্র ১৭.৭ শতাংশ বলেছেন, তারা ডাকার ফলস্বরূপ প্রথম বাড়ি কিনেছেন।
সমীক্ষায় সব উত্তরদাতা জিইডি বা উচ্চতর শিক্ষা অর্জনের কথা জানিয়েছেন। ৬৯ শতাংশের অন্তত একটি স্নাতক ডিগ্রি রয়েছে। 
তবে সমীক্ষায় দেখা গেছে, ডাকা প্রাপকরা মূলত তাদের স্ট্যাটাস হারানোর ভয় পাচ্ছেন। ডাকার বিরুদ্ধে আদালতের পদক্ষেপের ফলে বিষয়টি এখন ঝুলে আছে।
জাতীয় অভিবাসন আইন কেন্দ্রের নীতি সহযোগী ডায়ানা প্লিগো বলেন, ‘১০ বছরেরও বেশি সময় ধরে ডাকা আমার জীবনে একটি রূপান্তরমূলক প্রভাব ফেলেছে, যা আমাকে স্কুলে যেতে, কাজ করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমার পরিবার ও প্রিয়জনদের সাথে জীবন গড়তে দেয়। তবে ওই একই সময়ে ডাকার অস্থিরতা আমাকে এবং আমার মতো আরও কয়েক হাজার অভিবাসী যুবককে উদ্বেগের মধ্যে রেখেছে। আমরা আশঙ্কায় আছি, আমরা এখানে যে বাড়ি তৈরি করেছি তা রাজনৈতিকভাবে আদালতের রায় বা আমাদের ভবিষ্যত নিয়ে রাজনীতিবিদের খেলার কারণে উল্টে যেতে পারে।’
ডাকা প্রাপকরা তাদের স্ট্যাটাস হারানোর বিভিন্ন ভয়ের উদ্ধৃতি দিয়েছেন। ৭৬.৭ শতাংশ বলেছেন, নিজ দেশে নির্বাসিত হলে তাদের পরিবারের সদস্যরা শারীরিক নিরাপত্তার বিষয়ে আশঙ্কায় আছেন। উত্তরদাতারা মূলত বলেছেন, তারা তাদের ডাকা স্ট্যাটাস হারালে নাগরিক জীবন থেকে ছিটকে পড়বেন।

কমেন্ট বক্স