Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
কমিউনিটি অপ-এড

প্রতিটি পাড়া-মহল্লায় আরো চাকরি দেয়াই অগ্রাধিকার

প্রতিটি পাড়া-মহল্লায় আরো চাকরি দেয়াই অগ্রাধিকার ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস গত সোমবার কমিউনিটি অপ-এডে লিখেছেন, প্রতিদিন, নিউইয়র্কবাসী নিজেদের এবং তাদের পরিবারের উন্নত ভবিষ্যত গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করছেন। তারা এগিয়ে যাওয়ার, একটি বাড়ি কেনা, কলেজের অর্থ প্রদান এবং অবসর গ্রহণের জন্য সঞ্চয় করার সুযোগ চান। আমরা জানি, নিউইয়র্ক সিটিকে পরিবার গড়ে তোলার জন্য বিশ্বের সেরা জায়গা করে তুলতে আমাদের বিশ্বের সেরা চাকরির প্রয়োজন। এছাড়া আমাদের শ্রমজীবী ​​নিউইয়র্কবাসীর পকেটে টাকা সঞ্চয় রাখতে হবে। 
এই কারণে এই প্রশাসনের প্রথম দিন থেকে আমরা প্রতিটি বরো, ব্লক এবং পাড়া-মহল্লায় সুযোগ পৌঁছে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছি। আমরা প্রতিদিন সর্বত্র নিউইয়র্কবাসীর জন্য কাজ করেছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা অফিসের দায়িত্ব গ্রহণের পর সব জনগোষ্ঠীর বেকারত্ব কমেছে। গত তিন বছরে আমরা আমার প্রিয় জিনিসটি করেছি: রেকর্ড ভাঙা। রেকর্ড সংখ্যক নতুন ছোট ব্যবসা, রেকর্ড পরিমাণ সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরি, সংখ্যালঘু ও নারী-মালিকানাধীন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। আমাদের অর্থনীতি বিকশিত হচ্ছে। 
গত সপ্তাহে আমরা আরেকটি রেকর্ড করেছি: আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অষ্টমবারের মতো এই প্রশাসন আমাদের শহরে সর্বকালের চাকরির রেকর্ড ভেঙেছি। নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবার প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, পাঁচটি বরোতে আমাদের সর্বকালের সর্বোচ্চ ৪৭ লাখ ৭০ হাজার ৯৮১টি চাকরি হয়েছে।
এদিকে এই সংখ্যাগুলো আমাদের অর্থনীতির শক্তি দেখায়, আমাদের ভাগ করা সমৃদ্ধি অবশ্যই প্রতিটি জিপ কোডে আঘাত করতে হবে। আমরা জানি যে একটি চাকরি একটি বেতন চেকের চেয়েও বেশি, এটি আমেরিকান স্বপ্নের ভিত্তি এবং এখানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহরে সমৃদ্ধির সুযোগ। আমাদের তরুণরা এবং সুবিধাবঞ্চিত কমিউনিটিগুলো প্রশিক্ষণের সুযোগ এবং টেকসই, ফুল-টাইম চাকরির পথে রয়েছে তা নিশ্চিত করার জন্য একটি পাইপলাইন তৈরি করে আমরা সেই স্বপ্নকে শক্তিশালী রাখতে যাচ্ছি। আমরা ব্যবধানটি বন্ধ করছি এবং এখনো বেকারত্বের সম্মুখীন কমিউনিটিগুলোতে সরাসরি চাকরি নিয়ে আসছি।  
নিউইয়র্ক সিটি জীবন বিজ্ঞান এবং স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত উদীয়মান সেক্টরে নতুন চাকরির পথে নেতৃত্ব দিতে ও জিততে থাকবে। গত সপ্তাহে আমাদের প্রশাসন এক প্রতিবেদনে বিশ্বের প্রধান ফলিত কৃত্রিম বুদ্ধিমত্তার রাজধানী হিসেবে নিউইয়র্ক সিটির অবস্থান সুরক্ষিত করার জন্য অনুসন্ধান, সুপারিশ ও কর্মের একটি সিরিজের রূপরেখা ঘোষণা করেছে। এসব স্মার্ট ও অগ্রগামী বিনিয়োগ নিউইয়র্ক সিটি যে একটি উদীয়মান সেক্টরের অগ্রভাগে রয়েছে তা নিশ্চিত এবং আজ থেকে শুরু করে আগামীকালের চাকরি তৈরি করতে সহায়তা করবে।
আমরা ‘রেস ফর স্পেস’ পরিকল্পনা চালু করার মাধ্যমে আমাদের প্রশাসনের ‘জবস উইক’ শুরু করছি। আমাদের বাণিজ্যিক অফিস সেক্টরকে পুনরুজ্জীবিত করার একটি বিস্তৃত কৌশল, সারা দেশ ও বিশ্বের সেরা কোম্পানিগুলোকে আকৃষ্ট, ২০২৫ সালের মধ্যে মোট লিজিং ৫ কোটি বর্গফুটের উচ্চাভিলাষী লক্ষ্য এগিয়ে নেয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, কঠোর পরিশ্রমী নিউইয়র্কবাসীর জন্য হাজার হাজার চাকরি তৈরি করাই এই পরিকল্পনার লক্ষ্য।
চলতি ট্যাক্স মৌসুমে শ্রমজীবী ​​নিউইয়র্কবাসী ও তাদের পরিবারের উপার্জিত কোনো ডলার যাতে পড়ে না থাকেÑ তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। আমাদের ‘এনওয়াইসি ফ্রি ট্যাক্স প্রিপ’ উদ্যোগের মাধ্যমে যোগ্য নিউইয়র্কবাসী পাঁচটি বরোজুড়ে বিনামূল্যে তাদের কর জমা দিতে পারবেন। আমরা নিউইয়র্কবাসীকে তাদের ন্যায্য অংশ দিতে চাই। কারণ আমরা জানি যে প্রতিটি ডলার শ্রম-শ্রেণির মানুষ ও তাদের পরিবারের জন্য গণনা করা হয়। নিউইয়র্কবাসী এনওয়াইসি ফ্রি ট্যাক্স প্রিপ লোকেশনে অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করতে nyc.gov/taxprep-এ যেতে পারেন।
আমাদের পরিবারকে সমর্থন করার জন্য একজন একক মা বেশ কয়েকটি কাজ করেছেন। আমি জানি দুর্ভাগ্যবশত এখনো  অনেকে একই ধরনের সংগ্রামের মুখোমুখি। এটাই আমাদের প্রশাসনকে নিশ্চিত করতে চালিত করে যে আমি যে সুযোগ পেয়েছি কঠোর পরিশ্রমী নিউইয়র্কবাসীরা সেই সুযোগ পেতে পারে।
একই সাথে, আমাদের প্রশাসন নিউইয়র্কবাসীকে কাজে ফিরিয়ে আনতে, আমাদের অর্থনীতির উন্নতি চালিয়ে যেতে, সমৃদ্ধি প্রতিটি জিপ কোডকে ছুঁয়েছে তা নিশ্চিত করতে এবং পরিবার গড়ে তোলার জন্য নিউইয়র্ক সিটিকে সেরা জায়গা করে তুলতে কাজ করছে। 

কমেন্ট বক্স