ইসরায়েল ও হামাসের যুদ্ধের জেরে আবারও নতুন করে আলোচনায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি। স্বাধীন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র কেমন হতে পারে, তা নিয়ে একটি প্রস্তাব দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে নিরস্ত্রীকরণ করা হতে পারে। নিজস্ব সেনাবাহিনীর পরিবর্তে সেখানে একটি অস্থায়ী আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী অবস্থান করতে পারে। ২৪ নভেম্বর (শুক্রবার) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আল-সিসি বলেন, আমরা বলেছি, ফিলিস্তিন রাষ্ট্রকে নিরস্ত্রীকরণ করতে আমরা প্রস্তুত। যত দিন এই দুই রাষ্ট্রের (ফিলিস্তিন ও ইসরায়েল) নিরাপত্তা নিশ্চিত না হবে তত দিন ফিলিস্তিনে ন্যাটো বাহিনী, জাতিসংঘ বাহিনী, আরব বা আমেরিকান বাহিনী অবস্থান করতে পারে।
২৪ নভেম্বর (শুক্রবার) কায়রোয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। মিসরের প্রেসিডেন্ট বলেন, আমরা ১৯৬৭ সালের সীমান্তের ওপর ভিত্তি করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসলেও রাজনৈতিকভাবে তার কোনো সমাধান এখনো আসেনি।
এর আগে যুদ্ধ শেষে গাজার নিরাপত্তার জন্য সেখানে সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছে আরব বিশ্বের দেশগুলো। গত ৭ অক্টোবর থেকে হামাসকে নির্মূলের নামে গাজায় নির্বিচারে হামলা করে আসেছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এই সপ্তাহে লন্ডনে সাংবাদিকদের বলেছেন, গাজা উপত্যকায় সেনা পাঠানোর কোনো ইচ্ছে আরবদের নেই। কেননা ইসরায়েলের হামলার কারণে উপত্যকাটি পরিত্যক্ত ভূমিতে পরিণত হতে পারে।
ঠিকানা/এম


ঠিকানা অনলাইন


