তুহীন বিশ্বাস
বাড়ন্ত বয়সে মায়াবী নেশায় আসক্ত;
অদৃশ্য অস্পৃশ্য ছোঁয়ায় শিহরিত,
উদ্বেলিত উচ্ছ্বসিত ভুলের সময়
অবাধে উন্মোচিত বেপরোয়া মন।
ভাটিতে ভেসে যায় সঞ্চিত মানবতা;
কথিত শুভাকাক্সক্ষীর স্বার্থপর তকমা,
শূন্য হস্তে বিমর্ষ চিত্তে একলা পথিক
বিয়োগান্ত অস্তিত্বে একাকিত্বের উপসংহার।