ইসরায়েলের সঙ্গে হামাসের চলমান যুদ্ধ চার দিনের জন্য স্থগিত রাখা হবে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছে হামাস।
বাংলাদেশ সময় ২২ নভেম্বর বুধবার রাতে এ বিষয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই জিম্মিদের মুক্তি দেওয়া শুরু করবে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাস। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনও বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তি অনুযায়ী, হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে ৫০ জন নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে ১৫০ ফিলিস্তিনি নারী ও কিশোরকে।
বুধবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে, গাজায় তাদের স্থল ও বিমান অভিযান এখনো অব্যাহত আছে। যুদ্ধবিরতির মানে যুদ্ধ শেষ নয়। ইসরায়েল সরকার জোর দিয়ে বলেছে, হামাসকে সম্পূর্ণ নির্মূল করার আগ পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অভিযানে ৫ হাজারেরও বেশি শিশুসহ ১৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


