Thikana News
০৭ ডিসেম্বর ২০২৩
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হাভিয়ের

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হাভিয়ের ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডানপন্থি নেতা হাভিয়ের মিলেই। সাবেক অর্থমন্ত্রী সের্গিও মেসাকে ১২ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ১৯ নভেম্বর (রোববার) ভোটের ফলাফল প্রকাশ করেছে আর্জেন্টিনার নির্বাচন কমিশন। ফলাফল অনুযায়ী হাভিয়ের মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দী পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

ফলাফল ঘোষণার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মিলেই বলেন, আমাদের সামনে অনেক সমস্যা। এসব সমস্যার মূল উৎস মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দারিদ্র্যের মতো বিষয়। তিনি বলেন, যেভাবেই হোক আমরা এ সংকটজনক পরিস্থিতি অতিক্রম করব এবং দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনব। ফলাফল প্রকাশের পর বুয়েন্স আয়ার্সের পথে নেমে আসে মিলেইয়ের শত শত সমর্থক। স্লোগান দিয়ে, আতশবাজি ফুটিয়ে আনন্দ উদযাপন করে তারা। এদিকে মিলেইকে অভিনন্দন জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আর্জেন্টিনাকে আবারও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলবেন মিলেই।


ঠিকানা/এম

কমেন্ট বক্স