Thikana News
০৮ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার মানুষ ছবি : সংগৃহীত
মিয়ানমারে সশস্ত্র যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দেশটিতে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছেন। এ ঘটনার পর ভারতে পালাতে শুরু করেছেন হাজার হাজার বাসিন্দা। ৭ জুলাই (সোমবার) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমারে দুটি জান্তা-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে হাজার হাজার বাসিন্দা পালিয়ে যাচ্ছেন।

একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, ২ জুলাই থেকে বাসিন্দারা মিজোরামে প্রবেশ করছেন। এ সময় মিয়ানমারের উত্তর-পশ্চিম চিন রাজ্যে কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুটি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছে। চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) এবং চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালঙ্গোরামের (সিডিএফ-এইচ) মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় ৪,০০০ বাসিন্দা সীমান্ত পেরিয়েছে। ভারতের মিজোরাম চীনগোষ্ঠী নিয়ন্ত্রিত মিয়ানমারের এলাকার সীমান্তে অবস্থিত। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার বাসিন্দা সেখানে আশ্রয় নিয়েছে।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিন হাজার বাসিন্দা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে। সেখানের সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ এসেছে এবং মানবিক কারণে আমাদের পানীয়, খাদ্য এবং আশ্রয় দিতে হবে।’

ঠিকানা/এএস 

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্পাই জেলার জোখাওথার ও সাইখুমফাই গ্রামের শরণার্থী শিবিরে রোববার রাত পর্যন্ত প্রায় ৩ হাজার ৯৮০ শরণার্থী নথিভুক্ত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, প্রথমে খুব অল্প মানুষ আসছিল, কিন্তু যুদ্ধ সীমান্তের কাছাকাছি চলে আসায় এখন অনেক বেশি মানুষ পালাচ্ছে। সংখ্যা প্রতিদিন বাড়ছে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মিয়ানমার জান্তা সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট বক্স