টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলাকারী কলেজছাত্রী এশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৮ নভেম্বর শনিবার বিকেলে পরিবারের কাছ থেকে খবর জানার পর টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকা এলাকার এশার নিজ বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে চলতি বছরের ৫ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এশা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আওয়ামী লীগ নেতা বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
সম্প্রতি গোলাম কিবরিয়া বড় মনির উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, দরজা ভেঙে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে যাতে ক্রাইম সিন নষ্ট না হয়, সে ব্যাপারে কাজ করছে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, ময়মনসিংহ থেকে ক্রাইম সিন ইউনিট রওনা দিয়েছে। তারা আসার পরই মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এটা আত্মহত্যা।
ঠিকানা/এনআই