Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন : কেন্দ্রে ভোটার বাড়ানোয় গুরুত্ব আওয়ামী লীগের

জাতীয় সংসদ নির্বাচন : কেন্দ্রে ভোটার বাড়ানোয় গুরুত্ব আওয়ামী লীগের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উৎসাহিত করে কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ানো এবং নির্বাচনকে উৎসবমুখর করার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। এর জন্য নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দলের সর্বোচ্চ পর্যায় থেকে। কেন্দ্রে ভোটার বাড়ানোয়  গুরুত্ব আওয়ামী লীগেরগতকাল শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানে পরিস্থিতি পর্যালোচনা করে এমন নির্দেশনা দেওয়া হয় বলে বৈঠক সূত্র জানায়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা। এই নির্বাচনে সহিংসতা মোকাবেলার পাশাপাশি কেন্দ্রে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। সে কারণে বিএনপি-জামায়াত যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে।  

সভার শুরুতে নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে। তারা অন্তত এ জ্বালাও-পোড়াওয়ে ভীত না হয়ে, সাংবিধানিক নিয়ম মেনে সময়মতো নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এখন নির্বাচন যেন যথাসময়ে সুষ্ঠুভাবে হয়, সে জন্য আমি জনগণ ও দেশবাসীর সহযোগিতা চাই।’


ঠিকানা/এম

কমেন্ট বক্স