Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জামায়াতের প্রতিক্রিয়া

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জামায়াতের প্রতিক্রিয়া ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত রোডম্যাপ নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মুহূর্তেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় দলটি। ২৮ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে দলটির শীর্ষ নেতারা হতাশা প্রকাশ করেন। 

দলটির দাবি, নির্বাচন পদ্ধতি ও কাঠামোগত সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট না করে রোডম্যাপ প্রকাশ করায় সুষ্ঠু নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে সেটি উত্তম হত। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

মো. তাহের একটি রাজনৈতিক দলের সমালোচনা করে জানান, সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ তাহের জানান, সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বাড়িয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স