Thikana News
২২ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪


 

হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নারী সেনার মরদেহ উদ্ধার

হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নারী সেনার মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত


গাজার আল শিফা হাসপাতালের কাছ থেকে হামাসের হাতে বন্দী এক নারী সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা।

১৭ নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে নোয়া মারকিয়ানো (১৯) নামের ওই নারী সেনার লাশ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর এনডিটিভির।

বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ১৯ বছর বয়সী কর্পোরাল নোয়া মার্সিয়ানোকে গত ৭ অক্টোবর অপহরণ করা হয়। গাজা উপত্যকার আল শিফা হাসপাতালের পাশে একটি স্থাপনা থেকে নোয়া মারকিয়ানোর লাশ উদ্ধার করেছেন তার সহকর্মীরা।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আইডিএফ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল জানিয়েছিল, হামাসের হাতে জিম্মি নোয়াকে হত্যা করা হয়েছে। তবে হামাস দাবি করে, তাদের সদস্যদের হাতে নয়, ইসরায়েলের ওই সেনার মৃত্যু হয়েছে তাদেরই বোমা হামলায়।

এর আগে বৃহস্পতিবার রাতে ইহুদিত ওয়েস নামের ৬৫ বছর বয়সী অপর এক জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি সেনারা। তার মরদেহও আল-শিফা হাসপাতালের কাছে পাওয়ার দাবি জানিয়েছে তারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হন। এ ছাড়া দেশটির ২৪০ জন বাসিন্দাকে বন্দী করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স