Thikana News
২২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ১৭ নভেম্বর (শুক্রবার) মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের বাছাই পর্বের পঞ্চম রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মোকাবিলা করবে উরুগুয়ে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

সর্বশেষ ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। এর আগের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছিল সেলেসাওরা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে তাই চাপে আছে তারা। ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ আরও বেড়ে যাওয়ার কারণ, ম্যাচটি হবে অ্যাওয়ে। কলম্বিয়ার স্তাদিও মেট্রোপলিটনে স্বাগতিকদের সঙ্গে জমাটি এক লড়াই হবে ব্রাজিলের। 

বাছাই পর্বে আর্জেন্টিনা আছে দারুণ ছন্দে। চার ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। কালকের ম্যাচটিও অনুষ্ঠিত হবে ঘরের মাঠে। বুয়েন্স আয়ার্সের লা বম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়েকে আতিথ্য দেবে তারা। ছন্দে আছে উরুগুয়েও। আগের ম্যাচে হারিয়েছে ব্রাজিলকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাই পর্বে কনমেবল অঞ্চল থেকে অংশ নিয়েছে মোট ১০টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে হোম ও অ্যাওয়ের ভিত্তিতে প্রত্যেক দল দুবার করে একে অপরের মোকাবিলা করবে। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলবে, সপ্তম দল জায়গা পাবে আন্তমহাদেশীয় প্লে-অফে। সেই বাধা পার হতে পারলে জায়গা মিলবে বিশ্বকাপের মূল পর্বে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স