নাশরাত আর্শিয়ানা চৌধুরী : কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্টের লেখাপড়ার খরচ চালিয়ে নেওয়ার জন্য ফেডারেল সরকারের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হয়। এই সহায়তার মধ্যে পেল গ্র্যান্ট, লোন ছাড়াও বিভিন্ন ধরনের গ্র্যান্টের পাশাপাশি ওয়ার্ক স্টাডির সুযোগও রয়েছে। এ জন্য বিভিন্ন শিক্ষাবর্ষে ওয়ার্ক স্টাডির আবেদন করতে হবে। ওয়ার্ক স্টাডির পরিমাণ কত ঘণ্টা হবে এবং এই খাতে কত আয় করতে পারবে একজন স্টুডেন্ট, সেটি নির্ভর করে তার কত অনুদান আছে এর ওপর। এটি কলেজ ফাফসার আবেদনের ভিত্তিতে নির্ধারণ করে থাকে।
এ বিষয়ে জাকির সিপিএ পিএলএলসির ফাউন্ডার অ্যান্ড সিইও সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস সিপিএ জাকির চৌধুরী বলেন, একজন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে কাজ করার জন্য ওয়ার্ক স্টাডি স্টুডেন্টদের ইনকাম ফাফসায় উল্লেখ করতে হবে আবেদন করতে হবে। কলেজ অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠানেও কাজ করতে পারবেন। যেখানে কাজ করার পর তিনি ঘণ্টা অনুযায়ী বেতন পাবেন। তিনি সারা বছরে যে আয় করবেন, সেই আয় করযোগ্য হবে। এখানে কর নির্ধারণ করা হয়ে থাকে কলেজের হিসাব অনুযায়ী। ফাফসার মাধ্যমে যারা অর্থ আয় করবেন, তারা বছর শেষে কত আয় হয়েছে সেটি দেখবেন। কারও যদি ফাফসার আয় এবং সামারের অন্যান্য আয় থাকে, সেই আয় মিলিয়ে যদি সিঙ্গেল ইনকামের স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা পার হয়ে যায়, তাহলে অবশ্যই ট্যাক্স ফাইল করতে হবে ও ট্যাক্স দিতে হবে। কেউ বেশি ট্যাক্স দিয়ে থাকলে তিনি ফাইল করে বেশি দেওয়া করের অর্থ ফেরতও পাবেন। যদি কারও আয় স্ট্যান্ডার্ড ডিডাকশনের চেয়ে বেশি না হয়, তাহলে তিনি ট্যাক্স ফাইল না করলেও সমস্যা হবে না। ফাফসার আবেদনের সময় প্রশ্ন থাকে স্টুডেন্টের আয় আছে কি না? তখন তিনি যে বছরের আয় দিয়ে ফাইল করছেন, সেই বছর যদি তার কোনো আয় থাকে, তাহলে তার আয়ের বিষয়টি উল্লেখ করতে হবে। ফাফসার আবেদনে সাধারণত যে শিক্ষাবর্ষের জন্য আবেদন করা হয়, এর আগের বছরের চেয়ে আরও এক বছর আগের আয়ের তথ্য চাওয়া হয়। ২০২৪-২০২৫ সালের জন্য যারা ফাফসা আবেদন করবেন, তাদেরকে ২০২২ সালের আয়ের তথ্য দিতে হবে। এ কারণে ফাফসার ফর্ম পূরণ করার সময় তার যে বছরের আয় দেখানো প্রয়োজন, সেখানে উল্লেখ করতে হবে।
জাকির চৌধুরী আরও বলেন, ফেডারেল ওয়ার্ক স্টাডি জব স্টুডেন্টদের কলেজ বা ক্যারিয়ার স্কুলের জন্য অর্থ উপার্জন করতে সাহায্য করে। স্নাতক এবং স্নাতক শিক্ষার্থীরা যাদের কাজের-অধ্যয়নের চাকরি আছে তারা নথিভুক্ত হওয়ার সময় ক্যাম্পাসে বা বাইরে খণ্ডকালীন কাজ করবে। ফেডারেল ওয়ার্ক-স্টাডি প্রোগ্রামে অংশগ্রহণকারী স্কুল দ্বারা পরিচালিত হয়। কাজের ধরন এবং দক্ষতার ওপর নির্ভর করে একজন স্টুডেন্ট উপার্জন করতে পারেন।
জাকির চৌধুরী বলেন, স্টুডেন্টের এক শিক্ষাবর্ষে মোট ওয়ার্ক স্টাডি কত হবে, এটি ফাফসার ওপর নির্ভর করে। একজন স্টুডেন্ট স্নাতক হলে তাকে ঘণ্টার ভিত্তিতে অর্থ প্রদান করা হবে। স্টুডেন্ট যদি মাস্টার্স বা পেশাদার ছাত্র হন, তাহলে তার কাজের ওপর নির্ভর করে ঘণ্টা বা বেতন দ্বারা অর্থ প্রদান করা হয়।
স্টুডেন্টের স্কুল তাকে মাসে অন্তত একবার অর্থ প্রদান করবে। কাজের সময় নির্ধারণে স্টুডেন্টের নিয়োগকর্তা বা স্কুলের আর্থিক সহায়তা অফিস স্টুডেন্টের ক্লাসের সময়সূচি ও একাডেমিক অগ্রগতি বিবেচনা করবে।