নুশরাত রুমু
এমনি করেই থাকব দূরে,
নগ্ন ছায়ায় আশার নদী
পেরিয়ে দেখি ব্যথার শহর।
পাথরফাটা কষ্ট নিয়ে
মন অলিন্দে বাজে আমার
ধূসর হাহাকার।
রঙিন পতঙ্গ হয়ে ঘুরে বেড়াও
উপেক্ষার অন্দরমহলে।
চেষ্টার দাস সুখপালঙ্কে বসে
চালায় অহেতুক আস্ফালন।
স্থলচ্যুত আঁচল ওড়ে বেদনার খরতাপে,
অভিমানী রাতও শেষে থমকে দাঁড়ায়
মানবিক ঈর্ষার কাতর চোখে...
নীল মোহনার জল খুঁজি আজ
ধুয়ে দিতে অশুভ ভাবনাগুলো।