Thikana News
১৩ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

এমনি করে

এমনি করে


নুশরাত রুমু

এমনি করেই থাকব দূরে,
নগ্ন ছায়ায় আশার নদী
পেরিয়ে দেখি ব্যথার শহর।
পাথরফাটা কষ্ট নিয়ে
মন অলিন্দে বাজে আমার
ধূসর হাহাকার।
রঙিন পতঙ্গ হয়ে ঘুরে বেড়াও
উপেক্ষার অন্দরমহলে।
চেষ্টার দাস সুখপালঙ্কে বসে
চালায় অহেতুক আস্ফালন।
স্থলচ্যুত আঁচল ওড়ে বেদনার খরতাপে,
অভিমানী রাতও শেষে থমকে দাঁড়ায়
মানবিক ঈর্ষার কাতর চোখে...
নীল মোহনার জল খুঁজি আজ
ধুয়ে দিতে অশুভ ভাবনাগুলো।

কমেন্ট বক্স