শ্রমিক ওরা গাধার মতো খাটে
অভাব কষ্ট তাদের পিছে হাঁটে!
ন্যায্য তাদের দেয় না মালিক কভু
পেটের দায়ে খাটতে যে হয় তবু।
ঘরে অভাব সব মনে হয় ফাঁকা,
ভাগ্য তাদের চিরকালই বাঁকা!
রক্ত-ঘামে পেটের ভাতটি জোটে,
কষ্ট যেন রোজই তোলে ঠোঁটে!
জীবন তাদের অন্ধকারে গড়া,
ছেলেমেয়ের হয় না লেখাপড়া!
ছাঁটাই হলে মরে তারা ভাতে,
কজন মালিক ভাবনাতে তার তাতে?
উন্নয়নের তারাই সহযোগী,
চিকিৎসাহীন পথ্যবিহীন রোগী!
প্রতিবাদে নামলে তারা পথে,
চাকরি খেয়ে চড়ায় ভাঙা রথে।
মে দিবসের যতই ছুটুক ডাকে,
দেয় না মালিক ন্যায্যটুকু তাকে!
যাদের ঘামে মালিক ওঠে ফুলে,
থাকে তারা গহিন নদীর কূলে।