Thikana News
৩১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

নতুন কাব্য লিখো

নতুন কাব্য লিখো
টি এইচ মাহির

এমন পথে দিয়ো না পা, আসুক যত দুর্দশা,
ভুলেও তুমি করো না খুন ছোট্ট জীবন ফুল।
ছোট্ট জীবনে আসবে দুঃখ আসবে হতাশা,
এমন পথে দিয়ো না পা, আসুক যত দুর্দশা,
ধরে রেখো পাল, ধরে রেখো এক বুক আশা।
নতুন জীবনের কাব্য লিখো, শুধরে নাও ভুল।
এমন পথে দিয়ো না পা, আসুক যত দুর্দশা,
ভুলেও তুমি করো না খুন ছোট্ট জীবন ফুল।

কমেন্ট বক্স