টি এইচ মাহির
এমন পথে দিয়ো না পা, আসুক যত দুর্দশা,
ভুলেও তুমি করো না খুন ছোট্ট জীবন ফুল।
ছোট্ট জীবনে আসবে দুঃখ আসবে হতাশা,
এমন পথে দিয়ো না পা, আসুক যত দুর্দশা,
ধরে রেখো পাল, ধরে রেখো এক বুক আশা।
নতুন জীবনের কাব্য লিখো, শুধরে নাও ভুল।
এমন পথে দিয়ো না পা, আসুক যত দুর্দশা,
ভুলেও তুমি করো না খুন ছোট্ট জীবন ফুল।