Thikana News
১০ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

সর্বাধিক সেঞ্চুরির বিশ্বরেকর্ড এখন কোহলির

সর্বাধিক সেঞ্চুরির বিশ্বরেকর্ড এখন কোহলির ছবি সংগৃহীত


অবশেষে গেরো ছোটালেন বিরাট কোহলি। বিশ্বকাপের নকআউটে তার ব্যাট হাসে না। এমন অপবাদ শুনতে হয়েছে বহুবার। সেটা ঘোচানোর অপেক্ষায় এই ক্ষণটার জন্যই যেন প্রতীক্ষা ছিল তার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে এসে তিনি সেটা ভাঙলেন সেঞ্চুরি করে। তিন অঙ্কের রান ছুঁয়ে গড়েছেন আরও একটি রেকর্ড। ওয়ানডেতে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকেও।

১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। রোহিত শর্মা নবম ওভারের দ্বিতীয় বলে আউট হলে মাঠে নামেন কোহলি। শুরুতে কিছুটা ধরে খেলেছেন। তারপর দুই হাত খুলে খেলেন। তবে আশির ঘরে যাওয়ার পর থেকেই ধরে খেলেছেন তিনি। ৮৮ বলে ৮ চার ও ১ ছক্কায় তার রান ছিল ৮৬। লিগ পর্বে এই কিউইদের বিপক্ষে সেঞ্চুরির সুযোগ থাকলেও তিনি হাতছাড়া করেন। আউট হয়ে যান ৯৫ রানে।

সেটা নিশ্চয় মাথায় কাজ করছিল কোহলির। তাই মাথা ঠান্ডা রেখে মাইলফলকের দিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। শেষ ১৪ রান নিতে তাই খেলেছেন ১৮ বল। লকি ফার্গুসনের বলে ডিপ মিডউইকেট দিয়ে বল পাঠিয়ে দিয়ে নেন ২ রান। তাতেই গড়ে ফেলেন ইতিহাস। ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির বিশ্বরেকর্ড যে এখন কোহলির। ১০৬ বলে ১০০ রান করে তিনি সেঞ্চুরির হাফসেঞ্চুরি করে ফেলেছেন।

ইনিংসের শুরুতে কোহলি পেয়েছিলেন শুভমান গিলকে। পায়ে ক্র্যাম্প হওয়াতে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে নেমে যান তিনি।

শচীন টেন্ডুলকারের ৪৯তম শতকের রেকর্ড ছুঁয়েছিলেন বিশ্বকাপেই। এবার এক বিশ্বকাপে সর্বোচ্চ রানে টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন কোহলি, সেটিও টেন্ডুলকারের ঘরের মাঠ ওয়াংখেড়েতে। ২০০৩ সালে ফাইনাল খেলেছিল ভারত, টেন্ডুলকার সে টুর্নামেন্টে করেছিলেন ৬৭৩ রান। একটি শতকের সঙ্গে ছয়টি অর্ধশতক ছিল টেন্ডুলকারের। কোহলি তিনটি শতকের সঙ্গে এখন পর্যন্ত করেছেন পাঁচটি অর্ধশতক। এবার এই ওয়াংখেড়েতেই কোহলি করেছেন সেঞ্চুরির ফিফটি।

যে সেঞ্চুরিতে তিনি বিশ্বকাপের সেমিফাইনালের গেরো ছুটিয়েছেন। আগের তিন সেমিতে তার ইনিংসগুলো ছিল ৯, ১, ১। আজ সেঞ্চুরিই করে বসেছেন তিনি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স