Thikana News
০৭ ডিসেম্বর ২০২৩
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

‘করনের শোতে গেলে সাবধানে কথা বলতে হবে’

‘করনের শোতে গেলে সাবধানে কথা বলতে হবে’
বিয়ের পর প্রথম দীপাবলি তাদের। তাই বিশেষ করেই উপভোগ করতে চান সময়টা। সিদ্ধার্থ ও কিয়ারা আদভানির কথা বলা হচ্ছে। এবছর তাদের ঘটা করে বিয়ের বছর। তাই নিজেদের ভেতরে এই নিয়ে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা ছিল। বলিউডের এই দম্পতি তাই দীপাবলি সেলিব্রেট করার জন্য বিশেষ প্ল্যানও করেছেন।

এদিকে সিদ্ধার্থ-কিয়ারা জুটির নতুন ছবি মুক্তি পাবে কিনা, এমন প্রশ্নে সিদ্ধার্থ বলেছেন নির্মাতা চাইলে পাবে। তবে আমরা আলাদাভাবেই অনস্ক্রিন থাকার চেষ্টা করেছি।

এদিকে সিদ্ধার্থ-কিয়ারার নতুন একটি ছবি ভাইরাল হয়েছে। দীপাবলি উপলক্ষ্যে পোস্ট করেছেন তারা। দুজনার শ্বশুর-শাশুড়িদের নিয়ে এরইমধ্যে এই দম্পতি ট্যুরও দিয়ে এসেছেন। কিয়ারা বলেন,‘নিজের পরিবারের সাথে সময় কাটানোর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমি ও সিদ্ধার্থ সবসময় চেষ্টা করি নিজেদের ব্যস্ততার ভেতরে সময় বের করে পরিবারের সাথে একান্ত সময় কাটাতে।’

এদিকে সম্প্রতি করন জহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করন’-এ  দীপিকা-রনবীরের প্রেমের রসায়নে কিছু বেফাঁস মন্তব্য প্রসঙ্গ টেনে কিয়ারা বলেন,‘ভবিষ্যতে করনের শোতে গেলে খুব সাবধানে কথা বলতে হবে আমার। কখন কী বলে ফেলি!’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স