Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বাইডেনের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বাইডেনের অভিনন্দন ছবি : সংগৃহীত
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) তিনি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। বাইডেন ছাড়াও আজ রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসতো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমারত টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এলেন বারসেট।

এর আগে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন জাপানের সম্রাট নারুহিতো, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুসতাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা, ইরানের রাষ্ট্রপতি সাঈদ ইব্রাহিম রাইছি ও সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব।

এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। গত মঙ্গলবার নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠায় জাতিসংঘ। অভিনন্দন বার্তায় বলা হয়, ‘আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তার নতুন দায়িত্ব গ্রহণে সাফল্য কামনা করি। তাকে বাংলাদেশ সরকারের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।’



ঠিকানা/এম

কমেন্ট বক্স