ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রতি গাজায় নারী ও শিশুদেরকে হত্যা বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ কথা বলেছেন। এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, বোমাবর্ষণের কোনো যৌক্তিকতা নেই। এ ছাড়া যুদ্ধবিরতিতে ইসরায়েল লাভবান হবে বলে জানান তিনি। তবে ইসরায়েলের নিজেদেরকে রক্ষার পক্ষেও কথা বলেছেন ম্যাক্রন।
ম্যাক্রন বলেন, গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে আমরা আহ্বান জানাচ্ছি। তবে এ সময় তিনি হামাসের সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা জানিয়েছেন। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো ফ্রান্সও হামাসকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে।
গাজায় গত ৭ অক্টোবর থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১১ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজারের বেশি।
গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় ইসরায়েলি হামলায় সবশেষ নিহতের এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, নিহতদের মধ্যেচার হাজার ৫০৬ জন শিশু। এ ছাড়া রয়েছেন কয়েক হাজার নারী। অন্যদিকে ইসরায়েলে গত ৭ অক্টোবর চালানো হামাসের হামলায় নিহত হয়েছে এক হাজার ৪০০ জন, আহত হয়েছে তিন হাজারের বেশি।
ঠিকানা/এম


ঠিকানা অনলাইন


