চট্টগ্রামের সীতাকুণ্ডে পানিতে ডুবে যমজ শিশুকন্যার মৃত্যু হয়েছে। ১০ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাজলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিনথিয়া (৪) ও স্নেহা (৪) একই এলাকার এরশাদের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল চারটার দিকে ঘর থেকে খেলতে বের হয় দুই বোন সিনথিয়া ও স্নেহা। খেলার কোনো এক ফাঁকে বাড়ির পার্শ্ববর্তী নুর আলমের বাড়ির পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়। পরবর্তীতে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে দুজনকে ভাসতে দেখা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা। দুই শিশুকন্যার মৃত্যুর মধ্য দিয়ে এরশাদ দম্পতির ঘরে আর কোনো সন্তান রইল না। শিশুসন্তানরা যত দিন সাঁতার না শিখবে পিতা-মাতার তাদের প্রতি আরও দায়িত্বশীল হওয়া উচিত।
ঠিকানা/এনআই