Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


গাজায় নিহত সেনাদের লাশ খুঁজতে যে প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইলি

গাজায় নিহত সেনাদের লাশ খুঁজতে যে প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইলি



 
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাসযোদ্ধারা হঠাৎ করে ইসরাইলে হামলা চালান। এতে নিহত হন ১৪০০ জন। নিহতদের অনেকের সন্ধান মেলেনি বলে জানা গেছে। ওই দিন হামাস যেখানে যেখানে হামলা চালিয়েছিল, সেসব এলাকায় ইসরাইলের সেনাবাহিনীর সদস্যদের লাশ উদ্ধার করতে শিকারি পাখির ব্যবহার দেখা গেছে। 

ওহাদ হাটজোফি। ইসরাইলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষের একজন কর্মকর্তা। ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) মরদেহ খুঁজে পেতে তার সাহায্য নিয়েছে। তার পদ্ধতি কাজেও দিয়েছে বলে তিনি জানিয়েছেন।   জিপিএস ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে অসংখ্য পাখির পরিযায়ী গতিবিধির ধরন শনাক্ত করেন তিনি।

ওহাদ হাটজোফি বিবিসিকে বলেন, মরদেহ উদ্ধারে ২৩ অক্টোবর তার সাহায্য চাওয়া হয়। তার তথ্য চারটি মরদেহ শনাক্ত করতে সাহায্য করে। আরেকটি পাখি আরও কয়েকটি জায়গা খুঁজে দিয়েছে বলে তিনি জানান। তার মতে, তিনি শিকারি পাখিটির গতিবিধি পর্যালোচনা করেন। একটি নির্দিষ্ট অবস্থান বেছে নিয়েছেন, যেখানে পাখিটি থেমে গেছে। তার পর তিনি সেই তথ্যটি ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সঙ্গে শেয়ার করেন। এতে চারটি মরদেহ খুঁজে পাওয়া গেছে বলে তিনি জানান।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স