আহম্মদ হোসেন বাবুর তিনটি কবিতা
ভালোবেসে কাছে যেতে না পারার যন্ত্রণা নিয়ে আমি যাব চলে
আলুথালু বেশে ঘুরি দেশে দেশে চাঁদমুখ হাসে ভাসি নোনাজলে।
কত কথা কত স্মৃতি জেগে থাকে সারারাতি যাওয়া ছাড়া নেই গতি!
নেই কোনো সংগতি নারী তুমি রূপবতী, ঠাঁই চাই পদতলে।
জীবনের বাঁকে বাঁকে
কী হবে দুঃখ করে আর জীবনের গান গাই এসো
যা গেছে সে গেছে পুরনোকে ভুলে নতুনকে ভালোবেসো।
অন্তরে যার প্রেম যত, সেই প্রেমে পড়ে বারে বারে
জীবনের বাঁকে এত রং-রূপ থাকে বোসো তুমি রোসো।
তোমার প্রেমে রোমাঞ্চিত রোয়া
এভাবে জীবনটা মূল্যবান করে দেবে ভাবিনি কোনো দিন!
এভাবে তুমি এসে দাঁড়াবে দরজায় শোধ হবে সকল ঋণ!
কল্পনাপ্রবণ মন আজ তোমার প্রেমে রোমাঞ্চিত রোয়া!
বহে পাগলা হাওয়া পরানের গহিনে বাজে পায়েল রিনঝিন!