Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

মুখোমুখি অস্ট্রেলিয়া-আফগানিস্তান

মুখোমুখি অস্ট্রেলিয়া-আফগানিস্তান ছবি : সংগৃহীত
দেখতে দেখতে শেষ দিকে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগপর্ব। ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। এক পা দিয়ে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। আজ আফগানিস্তানকে হারাতে পারলেই সেমি নিশ্চিত হয়ে যাবে প্যাট কামিন্সদের। অন্যদিকে, দুর্দান্ত ছন্দে থাকা আফগানরা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ভালোভাবেই টিকে থাকবে শেষ চারের দৌড়ে। 

সেমিফাইনালে চোখ রেখে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ভারত বিশ্বকাপ যাত্রাটা সুখকর ছিল না অস্ট্রেলিয়ার জন্য। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে বসে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে। তবে টানা দুই ম্যাচে হারের পর নিজেদের চেনা ছন্দে ফিরে প্যাট কামিন্সের দল। এরপর টানা পাঁচ জয়ে সেমিফাইনালের দৌড়ে ফিরে অস্ট্রেলিয়া। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। সেমির টিকিটের দৌড়ে বাকি দলগুলোর চেয়ে সুবিধাজনক অবস্থায় তারাই।



ঠিকানা/এম

কমেন্ট বক্স