যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘মরিয়া বুড়ো দাদু’ বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে ঘোষণা দেয়ার পরপরই বাইডেনকে স্মৃতিশক্তি কমে যাওয়া বুড়ো ও ‘মরিয়া দাদু’ বলে অভিহিত করেন মেদভেদেভ। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮০ বছর বয়সী বাইডেন সম্পর্কে মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘বাইডেন তার নিজের সিদ্ধান্ত নিয়েছেন। একজন মরিয়া দাদু।’
বুড়ো বয়সে বাইডেন ভয়ংকর ভুল সিদ্ধান্ত নিতে পারেন এমন ইঙ্গিত করে মেদভেদেভ বলেন, ‘যদি আমি মার্কিন সামরিক বাহিনীতে থাকতাম, তাহলে দ্রুত নকল পারমাণবিক কোড সংবলিত একটি নকল ব্রিফকেস (যে ব্রিফকেসের ভেতরেই থাকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রসম্ভার নিয়ন্ত্রণের চাবিকাঠি) তৈরি করতাম, যাতে তিনি জয়ী হলেও যেন অপূরণীয় পরিণতি এড়ানো যায়।’
বাইডেন মঙ্গলবার ২০২৪ নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়ে তার মেয়াদের ‘কাজ শেষ করার’ চেষ্টার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি আমেরিকার গণতন্ত্রকে রিপাবলিকান ‘চরমপন্থিদের’ হাত থেকে বাঁচাতে লড়াই করছেন বলেও জানান।
দ্বিতীয় মেয়াদে বাইডেন প্রেসিডেন্ট হলে ৮৬ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সেটা হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়বেন তিনি।
৫৭ বছর বয়সী মেদভেদেভ বর্তমানের রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমা বিশ্বের নেতাদের ব্যাপক সমালোচনা করে থাকেন।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া হামলা চালালে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটে। ইউক্রেনের প্রধান সামরিক ও অর্থনৈতিক সহায়তাকারী দেশ যুক্তরাষ্ট্র।
ঠিকানা/এসআর


ঠিকানা অনলাইন


