নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে গত ২৭ অক্টোবর শুক্রবার মুক্তি পেয়েছে অভিনেত্রী হৃদি হক পরিচালিত ছবি '১৯৭১ সেই সব দিন'। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির লেখক, সাহিত্যিক, সাংবাদিক, কবি, শিক্ষক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল দর্শক সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।
এদিন প্রেক্ষাগৃহে তিল ধারণের জায়গা ছিলনা। নির্দিষ্ট আসনের বাইরে অনেককে দাঁড়িয়েও ছবিটি উপভোগ ভাললাগার। করতে দেখা যায়। ছবির প্রদর্শনী শেষে দর্শক-শ্রোতা এর '১৯৭১ সেই সব দিন'-এর পরিচালক ও ছবির অন্যতম উচ্ছসিত প্রশংসা করেন। ছবিটি প্রদর্শনের দায়িত্বে আছে বায়োস্কোপ ফিলাস।
নির্মিত ছবিটি আমাদের আপ্লুত করেছে। প্রত্যেক অভিনেতা, অভিনেত্রী তাঁদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন এবং জুরা ভাল অভিনয় করেছেন। তারা বলেন, ছবির কলাকুশলীরা যার যার জায়গায় ভাল অভিনয় করেছেন। দর্শক-শ্রোতারা পিনপতন নিরবতায় ছবিটি উপভোগ করেছেন। আমরা যারা প্রবাসে থাকি, তাদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক ছবি আরও বেশি আবেগের ও
প্রধান অভিনয় শিল্পী হৃদি হক বলেন, যতটা পেরেছি কাজটা ভালভাবে করার চেষ্টা করেছি। দর্শক-শ্রোতার ছবির প্রদর্শনী শেষে দর্শকেরা বলেন, মুক্তিযুদ্ধের ওপর সুন্দর ও ভাল অভিব্যক্তি আমাদের আনন্দ দিচ্ছে। অভিনেত্রী তারিন বলেন, দর্শকদের ভাল লেগেছে তাই আমি আনন্দিত। বিশেষ করে গোটা অডিটরিয়াম ছিল পরিপূর্ণ। প্রবাসে এত দর্শক, সিনেমা প্রেমীদের এরকম উচ্ছাস আর আগ্রহ দেখে মনে হচ্ছে আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে।
ছবিটির পরিবেশক বায়োস্কোপ ফিলা এর কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ বলেন, নিউইয়র্কের এই নিউজার্সিতেও ছবিটি মুক্তি পেয়েছে। ৩ অক্টোবর শুক্রবার থেকে ছবিটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, সানফ্রান্সিসকো ও ডালাসে। লস অ্যাঞ্জেলেসে ৩টি শো এবং সানফ্রাণিসকো ও ডালাসে ৫টি করে শো থাকছে বলে জানান রাজ হামিদ ও নওশাবা রশিদ । এই দম্পতি জানান, এই তিনটি শহরে মুক্তির পরের সপ্তাহে ছবিটি যাচ্ছে বস্টন, ওয়েস্ট পামবিচ এবং পরবর্তীতে পোর্টল্যান্ড, সিয়াটো ফিনিক্স এবং বাল্টিমোরে। এসব জায়গায় বেশ কয়েকটি শো পরিবেশনের উদ্যোগ নেয়া হয়েছে।
রাজ হামিদ ও নওশাবা রশিদ জানান, যুক্তরাষ্ট্রের ৮টি ক্যাম্পাসে “১৯৭১ সেই সব দিন প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দেশটির সাতটি স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ছবিটি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ হামিদ আরো বলেন, ৭১'র মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দুটি পরিবারের দিনলিপিকে উপজীব্য করে এই ছবির কাহিনী নির্মিত হয়েছে। তিনি প্রবাসীদের ছবিটি দেখার আহবান জানান। উল্লেখ্য, ১৯৭১-সেই সব দিন' জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সাত দিনে ২৩ টি শো থাকছে। চলচ্চিত্রের কাহিনী লিখেছেন ড. এনামুল হক। আর এতে অভিনয় করেছেন চিত্র নায়ক ফেরদৌস, হৃদি হক, লিটু আনাম, তারিন, আনিসুর রহমান মিলন, সজল নূর, সাজু খাদেম, সানজিদা প্রীতিসহ অনেকে।
এর আগে গত ২৫ অক্টোবর বুধবার উডসাইডের গুলশান টেরেসে ছবিটির প্রদর্শনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদাসহ বাংলাদেশি কমিউনি টির বিশিষ্ট জন এবং ছবিটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের কর্মকর্তা ও ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন।